মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 02:38 am
![]() |
সঞ্জু রায়, বগুড়া:- বগুড়ায় মঙ্গলবার সকালে শহরের একাত্তর হোটেলের মিলনায়তনে প্রাণবন্ত আয়োজনে কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি কোর্সের শিক্ষার্থীদের ক্যাপ ও বেল্ট সেরিমনি এবং বিদায় অনুুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: শাহাবউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের ক্যাপ ও বেল্ট পরিয়ে দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ অধ্যাপক ডা: ওয়াদুদুল হক তরফদার। একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ এবং ২৪ এর অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নার্সিং পেশায় দক্ষতার কোন বিকল্প নেই। নিজ পরিসর থেকে দক্ষতা অর্জন করতে না পারলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সামগ্রিকভাবে চিকিৎসা সেবায় পিছিয়ে যাবো যা কখনোই কাম্য নয়। দক্ষতা অর্জনের মাধ্যমে বহির্বিশ্বের হাতছানি দেয়া নানা ইতিবাচক সুযোগ গ্রহণ করা সম্ভব। এছাড়াও তিনি বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনেরা নানা উৎকণ্ঠা এবং দুশ্চিন্তায় থাকেন। সে সময় দ্রুততম সেবার পাশাপাশি তারা চিকিৎসক ও নার্সের কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করেন। তাই এই পেশায় আগত সকলকেই দক্ষতা, ভাল ব্যবহার এবং জ্ঞানার্জনের মাধ্যমে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে যা সম্ভব হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তিনি শিক্ষার্থীদের নিজেদের নীতি নৈতিকতা ও পেশার মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। কোনভাবেই নিজের পেশার মর্যাদা যেন ক্ষুন্ন না হয় সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সর্বদা সেদিকে সজাগ থাকার কথা বলেন অধ্যক্ষ ওয়াদুদুল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শেফালী খাতুন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, নিউরন নার্সিং কোচিং বগুড়া শাখার পরিচালক মোশারফ হোসেন এবং নাইটিঙ্গেল নার্সিং কোচিং বগুড়ার পরিচালক সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে ভবিষ্যৎ জীবনের শুভ কামনা জানিয়ে ১ম বর্ষের ৪০ জন শিক্ষার্থীকে বরণ ও ক্যাপ পড়ানো হয়, ২য় বর্ষের ৪০ জন এবং ৩য় বর্ষের ৪০ জন শিক্ষার্থীর বেল্ট পরিবর্তন করে দেওয়া হয়। এছাড়াও একই দিন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ৪ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।